আমার মনের পিঞ্জরের পাখিটা ,শরৎ-এর মেঘ হয়ে উড়তে পারেনা
হৃদয়ে শত শত আশা চৈত্রের দাবা দহে ,চৈতীর আশায় কাঁটা হয়ে,  
হৃদয়ে বার বার বিধে রক্তের ক্ষরণ , আমারে আহত ছাতক পাখির মতো করে রেখেছে ॥
আমার অজস্র শত শত তোমার প্রতি ভালবাসা ,মুক্ত আকাশে উড়িয়ে দিলাম
এই ভালবাসটা সারা আকাশ জুড়ে থাকবে ,এই জায়গাহীন হৃদয় আকাশে বদ্ধ রাখিনি ॥
তবু কেন তোমাকে ভূলতে পারিনা ?
দক্ষিণা মৃদু বায়ু হয়ে আমার গাঁ ছুয়ে দাও , হাত পাখার ভালবাসা হৃদয় র্স্পশ করে ।
দিতে চাই হৃদয় থেকে ছুটি
তবু কেন ? চারপাশের অবস্তানে তুমি থাক,  
দূর প্রান্তে মেহগুনির পাতায় পাতায় তোমার ছবি ভাসে ,
আর কানে এসে ফিস! ফিস! করে বলো ,আমাকে ভূলতে চাও?
আমি যে তোমাকে ভালবাসি। আমারে দিওনা মুক্তি
তোমার বাহু ডরে ভালবাসার বন্ধনে আবদ্ধ রাখ আমারে ,যদি হই তোমার ভালবাসার পুঁজার ফুল ॥
তুমি বল আমি রিক্ত তোমার ভালবাসায় , আমারে করো শিশির ভেজা সিক্ত
হৃদয়ের যতো আহাকার ,শূন্যতা ,চাওয়া পূন্য করে দেওয়া তোমার ভালবাসার ছোঁয়ায়
যতই দেই তোমাকে ভুক টেবল ,গোছল ঘর,শোবার ঘর থেকে বিদায় এই পিঞ্জর থেকে
তবু তুমি বল ,আমার পূনতা ঐ সব জাগায়
তুমি বল - তুমি খাও আমি মুখ হা করে  বসাই ভাগ ,জানি তুলে দেও অন্য তবু পাওনা আমারে ।
হতাশার কাঁটা বিধে রক্ত চঞ্চু বেয়ে গড়িয়ে পড়ে ; হতাশা ,বিসন্তা নিয়ে ও আমারে ভালবাস ।
তুমি বল- তোমার ভালবাসায় আমি সুখী ; উড়াল, উম্মাদনা মন বার বার বলে
আমি তোমাকেই ভালবাসি ..........................
তবু তোমাকে দেই হৃদয় থেকে ছুটি , হৃদয় আকাশে ঘুড়ি হয়ে আকাশে উড় তুমি
যে পাজরেই আছ তুমি সেখানে রেখে দিলাম মন থেকে ছুটি
তবু কেন জোছনার জলে চন্দ রাতে ভেজাও আমারে নিঝুম তেপান্তরে ॥
তবুও তুমি যে রহস্যময়ী নারী ,আশার প্রদীপ জ্বালীয়ে নিস্ক্রিয় হয়ে
বলবে তুমি ছিলেম আমি আলেয়ার আলোকবর্তীকা প্রহর আমার কাটেনা একা
তবু ও যে আছে বিসন্তার শাখা-প্রশাখা ।
তুমি কেন ? আসো আমার দূয়ারে ,যে’টা হবে আমার গলার বাঁধা  কাটা ।
আবেগ নামের মৃত্যুর কাছে পরাজিত হয়ে , তোমাকে দিতে পারলাম না ছুটি
আমি যে তোমায় ভালবাসি
ভালবাসি  ! ভালবাসি ! ভালবাসি !
আমি তোমাকেই ভালবাসি    
টঙ্গী , গাজীপুর
দুপুর
১৫/২/২০১২
কপিরাইটঃ http://www.onn24.com/details.php