দিনের শেষে রাত্রি আসে, রাত ফুরোলেই দিন।
জীবন জুড়ে দুঃখ বেশি, সুখ'টা বড়ই ক্ষীণ।
যতই তুমি হও'না ধনী, থাক না যতই টাকা,
সুখ কখনই থাকবে না ঐ টাকার নিচে ঢাকা।
অট্টালিকা যতই কেনো, কিংবা দামি গাড়ি,
সুখ বাবাজীর সঙ্গে তোমার হবেই হবে আড়ি।
দুঃখ হবে সঙ্গী তোমার একটু সুখের মাঝে,
বৃথাই ভাবা সুখের কথা সকাল-বিকাল-সাঁঝে।
মূর্খ যারা তারাই খোঁজে টাকার মাঝে সুখ,
টাকার নেশায় ছুটতে ছুটতে হাঁফিয়ে ওঠে বুক।
দুঃখ হাসে আড়াল থেকে, হয়তো বলতে চায়,
সুখী হওয়া মুখের কথা? সুখ কি কেনা যায়?