কাল রাত্রে চোখে ঘুম আসেনি,
কিন্তু এসেছিলে তুমি সবার অগোচরে,
নিস্তব্ধ নিশুতি রাতে,
আমার কবিতায়, আমার লেখনীতে।
সেই গাঢ় রাত্রির নিস্তব্ধতায়,
ডায়রির পাতায় বার বার
ধরা পড়ছিল তোমার মুখের প্রতিচ্ছবি,
আমার কলমের আঁচড়ে।
আবেগমথিত কোমল হৃদয়ের স্পন্দন,
যেন জাগিয়ে দিয়েছিল আমার অন্তরাত্মাকে।
মায়াবী রাতের অন্ধকারে,
সেদিন তোমাকে জেনেছিলাম নতুন করে
আমার ভাবনায়।
সেই গাঢ় রাত্রির প্রেক্ষাপটে হয়তো বা
তুমি হয়ে গিয়েছিলে,
আমার কল্পনার আকাশে ঘুরে বেড়ানো
অন্য এক 'বনলতা সেন' ।