চলো না দুজন বেড়িয়ে আসি,
জমাট বাঁধা এই শীতে।
দূরের পাহাড় ডাকছে কাছে,
ওদের ভাষায়, ইঙ্গিতে।
ডাকছে নদী, বলছে হেসে
ঘুরে বেড়াও আমার দেশে,
সারাটি দিন কাটিয়ে দাও,
তোমার প্রিয়ার সাথে।
ফুলের বাগান বলছে ডেকে,
আমার কাছে যাও না থেকে,
একটি গোলাপ দাও তুলে দাও,
তোমার প্রিয়ার হাতে।
ডাকছে বাবুই, দোয়েল, ফিঙে
ডাকছে সাদা বকের দল,
বলছে তোরা আয় চলে আয়,
আমার সাথে খেলবি চল।
শিশির ভেজা দূর্বা ডাকে,
আয় চলে আয় কাজের ফাঁকে,
দেখে যা এই অঙ্গে কেমন,
শিশির খেলা করে।
নীল সাগর ও ডাকছে কাছে
বলছে এ রূপ কোথায় আছে?
আয় দেখে যা ঢেউগুলো সব,
আছড়ে কেমন পরে।
নীল আকাশও হাতছানি দেয়,
গভীর ভালবেসে।
বলে, বন্ধু ঘুরে বেড়াও,
আমার চাঁদের দেশে।