মজার এক জঙ্গলে,
চলো যাই দঙ্গলে,
শুনি সেথা হাসে নাকো হায়না।
বানরেরা হাসে খুব,
ঝুপঝুপ দেয় ডুব,
হনু নাকি কোন কলা খায় না।
কাঁচকলা গিলে খায়,
আছে এক মহাশয়,
ডাক নাম যেন তার ‘টাইগার’।
পালোয়ান তার মাসি,
শুনেছি সে মাংসাশী,
নিমেষেই গিলে ফেলে কালো ষাঁড়।
ময়ূরীরা সেথা নাচে,
কিং কোবরাও আছে,
কিন্তু সে কখনও যে কাটে না।
ঠ্যাঙগুলো গাছে তুলে,
শেয়ালটা থাকে ঝুলে,
হাতি নাকি কোনোদিনই হাঁটে না।
মৌমাছি হেঁটে যায়,
গিরগিটি মেরে খায়,
মাটি থেকে ধরে নিয়ে আস্ত।
চিতা খায় কিসমিস,
সিংহটা নিরামিষ,
মোটে ভালো নয় তার স্বাস্থ্য।
জঙ্গলে ঝিল আছে,
কাক পক্ষীরা আছে,
আর আছে ছোট বড় মাছেরা।
বক চুপিসারে রয়,
মাছরাঙা মোটে নয়,
কিছু মাছ ধরে খায় গাছেরা।
মজার এই জঙ্গলে,
চলো যাই দঙ্গলে,
মনে মনে ভয় যেন পেও না।
এমনিতে বাধা নাই,
শর্ত যে একটাই,
ভুল করে চোখ যেন চেয়ো না।