তো-মার সৃষ্টির রামধনু রং,
মা-নুষের মাঝে ফেলেছে সাড়া।
র-বির দীপ্ত কিরণ লাগি,
চ-রাচর হোল বাক্যহারা।
র-য়েছ নিভৃতে সবার হৃদয়ে,
নে-ভেনি তোমার আলো।
প্র-তিবার তুমি এখানে এসো,
না-নারূপে রং ঢালো।
ম-র্মে আমার যে দ্বীপ জ্বেলেছ,
জা-গিয়ে রাখি তা নিশিদিন।
না-চ গান আর রবির কথায়
ই-হলোক আজ হোক রঙিন।