সুমির কাছে রবি ঠাকুর,
মস্ত বড় কবি।
পটলা বলে, শিল্পী তিনি
আঁকেন ভালো ছবি।
রুমির কাছে রবীন্দ্রনাথ
সেই যে সাদা দাড়ি---
বোশেখ মাসে জন্মেছিলেন,
জোড়াসাঁকোয় বাড়ি।
বিট্টু বলে, আসল কথা
শোন্-রে আমার কাছে।
কয়েক হাজার গান লিখেছেন
বাবার কাছে আছে।
বাবার ঘরেই ওনার ছবি,
মনিষীদের সাথে।
দেখবি উনি দাঁড়িয়ে আছেন,
গীতবিতান হাতে।
রবিঠাকুর, প্রানের ঠাকুর
ভীষণ আপনজন।
সাহিত্য আর সঙ্গীতে তার
অবাধ বিচরন।
তাইতো তিনি বিশ্বকবি,
বিশ্ব মাঝে লেখা।
কবিগুরুর এসব কথা,
বাবার কাছেই শেখা।