একি যন্ত্রণা রে ভাই, বোশেখে আগুন ঝরে।
আগুনে চামড়া জ্বলে, জ্বলে ভাই শরীর জ্বলে।
করি যে কি যে করি, আগুনের জ্বালায় মরি!
ভাবি যাবো পালিয়ে যাবো, যেখানে রোদ ওঠে না।
একথা যেই না ভাবা, এলো যে কালবোশেখী।
এসে সে মন ভুলালো, ভুলালো দমকা হাওয়ায়।
তারপর বৃষ্টি এলো, ঝমাঝম শব্দ করে।
আগুনের তেজ গেলো রে, গেলো রে হটাৎ সরে।
সরে আর থাকবে কোথায়? ব্যাটা যে ভীষণ পাজি।
আসবে আবার ফিরে, একথায় রাখছি বাজি।
বাজি যদি না জিতি ভাই, বুঝবে কপাল দোষে।
এ বাজি জিতবো আমি-ই, দেখেছি অঙ্ক কোষে।