শৈশব মানে ছিল একদিন
‘প্রকৃতির কোলে খেলা’।
যন্ত্রের মাঝে লুকিয়েছে মুখ,
একালের ছেলেবেলা।
আমরা খেলেছি কত লুকোচুরি,
সবুজ ধানের ক্ষেতে।
আজকের শিশু মোবাইল গেমে,
প্রতিদিন ওঠে মেতে।
টায়ার চালিয়ে বহুদূর গেছি,
খেলেছি পুতুল খেলা ।
বৃষ্টির জলে নৌকা ছেড়েছে,
‘আমাদের ছেলেবেলা’।
সুপারির খোলে তৈরি গাড়িতে,
আমরা চেপেছি কতো।
দুপুরের রোদে আম চুরি করে,
খেয়েছি ইচ্ছেমতো।
সাঁতার কেটেছি পুকুরের জলে,
কাটিয়েছি সারা বেলা।
শৈশব মানে ছিল একদিন,
‘প্রকৃতির কোলে খেলা’।
আজ যা দেখি চোখের সামনে,
বড় বিস্ময় লাগে।
আমার আমিকে হারিয়েছি আজ,
চেনা সে অস্তরাগে।