হয়তো ফুটবে ভোরের আলো,
একদিন চেনা সুরে।
দুঃস্বপনের রাত কেটে গিয়ে,
আমরা দাঁড়াবো ঘুরে।
মেঠো-সুরে বাঁশি বাজিয়ে রাখাল,
আবারও বলবে কথা।
নদীটি হয়তো ফিরে পাবে,
তার আপন চঞ্চলতা।
আমরা হারাবো কর্মের স্রোতে,
হয়তো বা একদিন।
মিলবো আমরা আমাদেরই সাথে,
কাটাবো দিন রঙিন।
হয়তো বা কেউ একদিন ডেকে,
বলবে আমায় ‘প্রিয়’
অন্তরে মোর যত ভালোবাসা,
সবটুকু নিয়ে নিও।
একদিন জানি, সব ঠিক হবে
সব বাধা যাবে সরে।
হয়তো পৃথিবী ফিরবে ছন্দে
আগামীর কোনও ভোরে।