আজ একে একে কেড়ে নিচ্ছে সবাই
কে মহামারী ,
জীবন টা যেন আজ মহামারীর হাতে
মুঠো বন্দি ।
বাতাসে কান পাতলেই আজ ভেসে আসে
কান্নার ধ্বনি ,
স্বজন হারানোর দুঃখে চোখে হাজারো
বেদনার হাতছানি ।
কি জানি হয় তো বা ডাক আসতে
পারে আমারো ,
হয় তো বা শুধুই স্মৃতি হয়ে সবার মাঝে
থেকে যাবো ।
এই বিরহের মর্ম বেদনা যে কবে ঘুচবে
কে জানে ,
আরো যে কত অশ্রুধারা বয়ে যাবে নয়ন হতে
কে জানে।
এ যুদ্ধে হতে হবে জয়ী থাকতে হবে আবদ্ধ
বিনিসুতোর বন্ধনে,
গুছে যাবে আছে যত রোগ ব্যাধি বিজ্ঞান
জয়ী হলে।