স্তব্ধ আকাশ
ঝড়ের ছোঁয়া পেল,
বর্জ্য বিদ্যুত সঙ্গে নিয়ে
কালবৈশাখী এলো।
আকাশ বাতাস সর্বত্র শুরু হল
এক তান্ডব লীলা ,
এক নিমিষেই নীল আকাশটা
গ্রাস করল এক কালো ছায়া ।
ঝড়ের পূর্বাভাস পেয়ে
সবাই ছুটে আপন নীড়ে,
ধবল বক উড়ে চলে
ওই কাজল কালো মেঘ চিরে।
সমুদ্রের জলও যেন তখন
অস্থির হয়ে উঠে,
তান্ডবের আভাস পেয়
মাঝি সঙ্গে সঙ্গে তরী ভিরায় পাড়ে।
আকাশটা যেন ফেটে হচ্ছে চৌচির
ঘন ঘন বিদ্যুতের চমকে
প্রাণি কুল তখন ভয়ে
ঝড় থামার প্রহর গুণে ।
সর্বত্র তখন শুধু ভয় ভয়
ভয় আর ভয়,
প্রকৃতির এই ভয়ংকর তান্ডব লীলায়
ভীত প্রাণী কুল খুঁজে অভয়।