বিশ্ব পরিবেশ দিবস' এই দিনটা যদি বছরের একটি নির্দিষ্ট দিনে না হয়ে যদি পুরো বছর জুড়ে
পালিত হত!!!
তবে কেমন হত???
   তাহলে রোজ একটি করে চারা গাছ লাগাতাম , আজ আম তো কাল গোলাপ।একটু একটু করে           দূষণের মাত্রা টা যদি কমাতাম,,,,,
এই ভাবেই যদি সারা বছর ধরে
      সৃষ্টির বীজ ছড়াতাম !!!!
তাহলে অচিরেই হয়তো আমাদের পৃথিবী টা আবার ভরে উঠতো ফুলে-ফলে , সবুজে-সবুজে।
তখন হয় তো বা আর স্লোগান দিতে হত না, "গাছ লাগাও, প্রাণ বাঁচাও ।"
কিংবা বছরের একটি নির্দিষ্ট দিনে সবাই ঝাপিয়ে পড়তাম না গাছ  লাগানোর জন্য ।
শুধু মাত্র একটি নির্দিষ্ট দিনে পরিবেশ কে ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠতাম না।
তখন আর প্রতিনিয়ত পরিচিত পাখিদের ডাক আর অপরিচিত এর তালিকায় জায়গা করত না ।
এক সময় যে পাখির কিচিরমিচির আওয়াজে চোখার পাতা খুলত,,,,,,,  
আজ সেই পাখির কলতানে ঘুম ভাঙ্গা যেন হয়ে উঠছে রূপকথার গল্পের মতো ।
তার জন্য দায়ী কে ???  শুধুই আমরা, ,,,
আবার হয় তো ফিরে আসতো আবার অবাধে বিচরণ করত চশমা বানর তরু শাখায় শাখায়।
আজ যে বর্ষার রাণী ময়ূর কে দেখার জন্য ছুটে যেতে হয় চিড়িয়াখানায়,
হয়তো বা আবার কোনো এক দিন দেখবে প্রকৃতির কুলে পেখম তুলে নাচছে আপন মনে।
  আবার হয় তো দেখবে কোনো একদিন,পাহাড়ের গা বেয়ে নেমে আসা শান্ত নদীর সচ্ছ জল পান করছে আপন মনে হরিণের দল ।
এমন দিনটা  তো সেদিনই দেখবে,,
যেদিন ৫ ই জুন সারা বছর জুড়ে পালিত হবে ।