শ্যামল কালো বর্ণ তোমার,
লাগে অনেক ভালো।
লোকে তরে বলে, 
তুই নাকি অনেক কালো।
আমি হাসি হে তায়,
যেজন বলে তরে কালো।
বিশ্বাস হয়না তখন,
সাথে কি আছে,
তাহার নয়ন?
মনে চায় খুলিয়া দেই,
আমার নয়ন।
দেখিতে তাহার শ্যামল বর্ণ চরণ।