অদ্ভুত এই পৃথিবী,
আরো অদ্ভুত তার মানুষ গুলি।
কত রঙে করে খেলা
কত ছলে কাটায় বেলা।
কেউ হেসে কেউবা কেঁদে কাটায় জীবন ধারা।
ডিঙ্গা ঘরে থেকে কেউ সুখী,
উঁচু উঁচু দালানে সুখ যে দেয় না উঁকি।
ওগো বিধাতা তুমিই জানো কেন ই বা এতো ভিন্নতা।