মা, কই তুই?
আমারে মারো না, কেন?
রাখ করছো, না?
মা আমি ঠিক মতো ভাত খামু
খেলমু না আর।
তবুও আর রাখ কইরা,থাইকো না।
ও মা
কই তুমি, কথা কও না কা?
মা তুমি যে বলছিলা,
উত্তর পাড়ার রহিম্মার লগে না যাইতে,
মা আমি আর যামু না।
আর রাখ কইরা থাকিস না, মা।
দুইডা বছর হইলো কথা কও না।
ভাত খাইবার লাইগা ডাকো না।
মা আমি কী অনেক বড় দোষ করছি?
ও মা,কই তুমি?
মা তুই এতো নিষ্ঠুর হইলি কেমনে?
মা তুই যে আগে মারতি,
তহন চহে জল আইতো।
মা চহে এহন ও জল আহে কিন্তু মা,
ঐ জলের মতো, এই জল না।
এই জল কেমন জানি!
আমি বুঝি না।
মা, এখন থাইক্কা মইছ বাটা দিয়া ভাত খামু,
ভাত ফালামুনা আর মাছের লাইগা।
মা তর কাছে টেহা চামু না।
চুরি কইরা চাইল দিয়া আইন্সক্রিম খামু।
তবুও মা আর রাখ কইরা থাকিস না।
মা তর লাইগা প্ররাণডা আমার কেমন জানি করে!
কী যে করে মা, কইতে পারি না,
তবে মা বুঝতে পারি, বুঝবার ভাষা খুব কঠিন, মা।
মা তুই যে খুব নিষ্ঠুর হইয়া গেছি।
এতো নিষ্ঠর মানুষ কেমনে হয়!
মারে..ও মা
আমি যে তরে বড্ড ভালোবাসি।