ও মেঘ তুমি কাঁদো কেন?
এতো জল কোথা থেকে আসে তোমার?
অনেক কষ্ট থেকে তাই না?
তোমার যে অনেক কষ্ট তা বুঝা যায়, 
তোমার অশ্রু দেখে।
শুধু আমি না যে কেউ তোমার কষ্টকে বুঝবে।
তুমি তাকে ভিজিয়ে দিও, তোমার অশ্রু দিয়ে।
জানো মেঘ, তোমার অশ্রু দেখে অনেকেই খুশি হয়,
আবার অনেকেই মন মলিন করে স্মৃতির পাতায় বিচরণ করে।
অনেকেই হাত বাড়ায় জানালা দিয়ে তোমার অশ্রুকে অনুভব করবে বলে।
অনেকের কাছে তোমার অশ্রু আনন্দের,
অনেকের কাছে তুমি এক গাদা স্মৃতির সমাহার