আমি মানুষটি দেশভাগের অবহেলিত প্রজন্মে এখনো একা,
জীবন গড়েছি এক অসামাজিক উৎপীড়নের বর্বরতায়।
কট্টরবাদী ধর্মপরায়ণের যৌণ শোষনযন্ত্রের স্বাক্ষীর ফসল,
রাজনৈতিক এবং ধর্মীয় দাঙ্গার সু্যোগের কামনার ফল।
এখনো কিছু বদলায় নি যা ছিলো সাতচল্লিশের সময়ে আগে পরে,
লুন্ঠিত মা দের সুশ্রী যৌবনা বিবস্ত্রা নর্দমায় এখনো থাকে পড়ে।
আমার কাছে, আমার জীবনের ধ্রুবতারা মানেই অচেনা বাবা,
গলা টিপে হত্যা কিংবা নিষ্ঠুরতার বলি হওয়া অসহায় ধর্ষিতা।
হেরে গেছি আমি জন্মের লগ্নে বেছে নেবো কার আদর্শ?
হেরে যাওয়া জীবনের শেষটুকু ছিনিয়ে নেওয়াই তো জীবনাদর্শ?
আকাশের পানে চেয়ে থেকে রাত কাটে মুক্ত খোলা বাতাসে,
তারাদের আকর্ষণে আকর্ষিত না হয়ে চেয়ে থাকি চাট হাউসে।
কখনো লকেট নয়তো পকেট এটাই তো আমার জীবনের পরীক্ষা,
একটি নয় অনেক দেখেছি ধ্রুবতারা যাদের কাছে পেয়েছি শিক্ষা,
আমার জীবনের ধ্রুবতারা খুঁজতে গিয়ে অনেক হোঁচট খেয়েছি,
খুঁজে পাইনি কাউকেই একমাত্র জন্মদাতা ধর্ষনকারী ছাড়া।