চোখের লবণ ধুয়ে যে কিশোরী
পা রেখেছিলো যৌবনে।
যুবতীর অহমিকায় তখন রঙিন মন
স্বপ্ন দেখে শ্রাবণ রাতে।

মেঘ বালিকার সাথে কথা বলে অবিরাম
নিজের ঠিকানা খুঁজে।
বৃষ্টি কণায় সদ্যস্নাত পূর্ণ যৌবনা নারী
আঁচলে তার শিউলি ঝরে।

ভ্রমরেরা করে আনাগোনা দিবস রজনী
জাগে প্রেম  অন্তরে।
বয়সী তুফান ঝড় তোলে দেহ মন সর্বাঙ্গে
স্নিগ্ধা রমণীর হৃদাবাসে।

সে তো নয় কেবল বকুলগুলো মাটিতে নুয়ে
করে কান্নাকাটি।
স্বযত্নে তুলে রাখে অশ্রুসাগরের ঢেউয়ে
পূর্ণ কাঁসার বাটি।

তৃষ্ণার্ত প্রেমিকেরা চেয়ে রয় মুখপানে
কেবল মিলনের অপেক্ষায়।
প্রেমাস্নাত আবেগ অন্তঃসলিলায় বহে
কিঞ্চিৎ প্রেমের বাসনায়।