শিকল বাঁধা জ্ঞান বুদ্ধি খুলেছিলেন যারা,
তাদের কাছে আর কিছু ছিলো না ছাত্র ছাড়া।
শিক্ষা ছিলো তাদের সম্পদ বংশের পরম্পরা,
ভরে আছেন তেমন শিক্ষকে সবারই পাড়া।
গুরু দক্ষিণা উনাদের প্রাপ্য সবার সমক্ষে,
চিনতে আমরা ভূল করি দক্ষ শিক্ষকদেরকে।
ডিগ্রীধারী দেখে তবেই ছুটি তাদের কাছে,
ওরাও কিন্তু পড়েছিলো পাড়ার শিক্ষকের কাছে।
বিষয়বস্তু একই আছে বদলেছে টেক্নিক,
নিত্যনতুন সংযোজন পাল্টেছে পড়ার দিক।
তাই বলে কি অ-আ-ক-খ খেলনা পড়া ছিলো?
প্রাথমিক শিক্ষার সোপান দিয়েই মনুষ্য জীবন গড়ো।
শ্রদ্ধা জানিয়ে তাদের কাছে এগিয়ে হাত ধরো,
দেখতে পাবে তাদের হাসিতে তোমারই মুখাবয়ব।