মনকেমনের ভাষা আমিও জানি,
বলবো না তোমাকেও বারংবার।
হাসি দুঃখের খবর তুমিও জানো,
দেখেছি জীবনে দুইয়ে মিলে বার বার।
গোলক ধাঁধায় বাঁধা জীবন নদের ঢেউ,
আবেগের জলে নির্ভেজাল মন থই থই।
উথাল পাতাল স্বাভাবিক বিবেকের চূড়ায়,
শান্তির পৃথিবীর নির্মল জলে শান্তি কই।
সবার সেরা আমিত্বের সংসার,
আমার মাঝেই আমি আছি।
তবুও করছি কেনো হা হুতাশ,
শান্তির ঘরে অশান্তি ডেকে আনছি।
ভাই বন্ধু পরিবার সবাই আছে,
দিনের শুরু সুপ্রভাতের শুভেচ্ছায়।
প্রতি উত্তরে দেই বেঁচে থাকার বার্তা,
যদিও আজকাল সেটা কর্তব্যের দায়।
বেঁচে থাকে সবাই আমার আমিত্বে,
সবাই যেনো খবর নেয় বাঁচা মরার,
রাত্রিবেলার “শুভরাত্রি” জরুরী নয়,
প্রতীক্ষায় শব্দ”সুপ্রভাত” সংবাদ একটিবার।