বইছে জীবন আমোঘ টানে,
উচ্চশিক্ষাই যেনো চিরসাথী।
পদে পদে সুখ দুঃখ খুশি,
দুঃখ রোধে জীবনসুখের গতি।

সুখের খোঁজে দিন প্রতিদিন,
চলছে সংগ্রাম ব্যস্ত অহর্নিশি।
সুখ সরে যায় দূরে ততই,
যতই চলে সুখ দুঃখের দর কষাকষি।

চলছে জীবন আপন ধারায়,
রুধিতে নারে বাঁধ দিয়ে ভাই।
কল্লোলে তার মিঠি সুবাস,
বিচলিত মন তাই খোঁজে ঠাই।

মরীচিকায় অসার আড়ম্বর,
রাত পোহালেই দেয় ফাঁকি।
খড়কুটো সব ভেসে যায়,
রবে না কিছুই জীবন শেষে বাকি।