সৃষ্টিশীল গতিশীল সর্বদা চঞ্চল,
কখনো বিদ্যুৎ মেঘ বৃষ্টি বাদল।
ঋতু যেনো আপন মনে বিভোর,
নিজস্ব এক ভাবধারায় সর্বদা গম্ভীর।
ভ্রুক্ষেপ নেই তার কারও রাগ অনুরাগের,
ক্রন্দনে আলোড়িত হয় না…
অবহেলিত ভালোবাসায় বিলাপ করে না,
হয়তো বা বর্ষার দিনে একটু চিৎকার করে,
কয়েক ফোটা অশ্রু গড়িয়ে পরে চিবুকের দেওয়াল বেয়ে।
আবার শরতে আকাশ ছোঁয়া শিউলির গন্ধে,
ভ্রমিত অন্তরে সুখ দুঃখের ছাউনির নীচে..
সুখের সাথে সন্ধি করে পুজোর কটা দিনে।
শরতের শেষে হেমন্তের আগমনে…
পতঝরে শুষ্ক বেদনায় বিভোর শীতের সন্ধিক্ষণে,
ফুল বাঁচে ঝরা পাতায় লিখে অবর্ণনীয় মধুর কবিতা সংগোপনে।
অবহেলিত পাতায় ফুলের মাধুরী শোভা পায়…
ঝরা পাতার দুঃখ সবার কাছে অজানা রয়ে যায়।
বসন্তের পলাশ আবার আসে কোকিলের কুহুতানে,
কত কবিতায় বসন্তের মাধুর্যতায় শব্দ ফোটে,
ঝরা পাতার খবর কেই বা রাখে মনে?