একটা রাতের বৃষ্টি ভেজা
একটা দিনেই শুকায় বুঝি
উড়ো মেঘের সাথে তবুও
ঝড়ো হওয়ার সন্ধি খুঁজি
খুনসুটি আর পাগলামো,
তোমার সাথেই মানায় বুঝি।
প্রতিদিনের অভিমানের কারণ,
সন্ধ্যাবেলায় গল্পে খুঁজি।
হাতে নিয়ে চায়ের কাপ,
আরাম কেদারায় ব্যাল্কনিতে।
চায়ের কাপের উষ্ণ পরশ,
দুজনের যথেষ্ট মন মেলাতে।
মান অভিমান মেঘের পাহাড়,
চলছে চলবে জীবন ভর।
স্নিগ্ধ জ্যোৎস্নার চাদর যেনো,
শীতল রাখে দাম্পত্যের ঘর।
এক নিমেষে ক্লান্তি উধাও,
নরম কথায় বরফ গলে।
হাতের ওপরে হাত রেখে,
জীবন নির্বাহের প্রস্তুতি চলে।