আরে আরে বাহ্ বাহ্,
পুকুর পাড়ে ছোট্ট খুকী।
মন খারাপের দিনে নাকি,
থাকছে বেজায় দুঃখী।
তাইতো বাবা নিয়ে এলো,
বাড়ির কাছের দীঘিতে।
তাই না দেখে খুকী এবার,
ঝাঁপিয়ে পরে মাছ ধরতে।
তিরিং বিড়িং করছে দ্যাখো,
পুঁঠী কই রুই আর কাতলা।
ছোট্ট খুকী পুকুর পাড়ে,
ধরছে কেবল বায়না।
হাতের কাছে চেং মাগুর,
ধরছে খুকী হাতে।
পিছলে গিয়ে মাছগুলো সব,
পরছে গিয়ে জামাতে।
এতেই আবার রেগে মেগে,
একটি কই দিলো ছুঁড়ে।
টুপুস করে পরলো জলে,
ইয়া বড় পুকুরে ।
কাদা মেখে লুটুর পুটুর,
চিনতে পারা দায়।
নাকের নীচে নোলক যেনো,
মাটি লেগেছে তায়।
অনেক কষ্টে হাঁটতে গিয়ে,
পরছে বারে বারে।
হাপুস হুপুস করে খুকী,
একটি মাছও ধরতে নারে।
এবার খুকী বুঝলো তবে,
মাছ ধরা সোজা নয়।
মায়ের হাতের রান্না করা
মাছের মতো নয়।