তবুও প্রস্তুত আছে ঠোঁট…..
যদিও তোমার কথাতে দেমাক আছে অন্তরে চোট।
পারিপার্শিকতার চুম্বকীয় মগ্ন আবেশে..
নাগরদোলায় বাঁচা মরার খেয়ালী জীবন সংঘর্ষে।
অন্তরে ঘিরে থাকা অনাবৃত কামনা…
জানতে তুমি,তোমার যৌবনের উত্তেজনার বিড়ম্বনা।
তবুও বয়সের ছাদে ঘুড়ী উড়ে…
লাটাই হাতে সময়ের নিয়মে নিঃসঙ্গতার উন্মুক্ত আকাশ জুড়ে।
একই আকাশে অনেক ইচ্ছে…
ঝড়ের গতিতে উড়ে যায় বয়সকে পিছনে ফেলে।
অতোষণীয় বাসনা ধীর গতিতে…
ঠোঁটের পরে ঠোঁট দিয়ে অলিখিত ইতিহাস রচে।
যৌবনারম্ভের নতুন ইচ্ছেগুলো আবারও প্রাণ পায়,
অভুক্ত পিপাসায় পানপাত্র খুঁজে খালি শরীরের উন্মাদনায় ।
অপুষ্ট সংলাপ ঠোঁটে পরে রয়…
ইশারায় বাক্যবাণে নিশ্ছিদ্র নষ্ট কবিতার শেষ লেখায়।
হতাশার নৈঋত কোণে,
একটুকরো কালো মেঘ থেকে যায় ইপ্সিত নয়নে।