ভাবনার সাথে সন্ধি করে চলছে,
জীবন রেসের মাঠে,
ছায়ার মতো সঙ্গে আছে,
বন্ধু বলে ভালোবাসে।
ভাবনা যখন পিছ পড়ে যায়,
বিশ্বাস তখন জেগে উঠে,
ভাবনা যখন মজবুত,
হাত মিলাও বিশ্বাসে।
নিজের সাথে করমর্দনে,
এগিয়ে চলে সমান্তরাল জীবন,
বিদ্যা বুদ্ধি লাগিয়ে কাজে,
চলতে শেখো জীবনে।
বিবেক দিয়ে দাবার ছকে,
পা চালালেই হবে না কোন অঘটন,
সাপ লুড্ডুর মতো সিঁড়ি বেয়ে,
উঠতে চাওয়া সবার মনে।
সিঁড়ির সাথে দেখে নিতে হয়,
ভবিষ্যতের পরিস্কার আকাশ,
এগিয়ে যেও,আবেগ কিংবা আবেশে নয়,
কেবল বিচক্ষণতায়।
সূক্ষ্ম বুদ্ধি বড়ই কাজের,
কাজে লাগাতে পারলেই সাবাস!
নইলে তুমি হতভম্ব হবে,
অন্ধকারের মোহময়ী মগ্নতায়।
নিজের কাছে বন্ধু বলে যদি,
রাখতে পারো নিজস্বতাকে,
তবেই তখন নিজের কাছে,
নিজেকে ভালবাসতে পারবে।
উচ্চশিখরে পৌছতে হলে,
বেছে নিতে হয় সূক্ষ্মতাকে,
ধর্য্যশক্তি ও সহনশীলতায়,
চারিত্রিক বৈশিষ্ট্য গড়তে হবে।