এমন পাগল দেখি নি কখনো যাকে নিয়ে হট্টগোল,
পাড়ায় পাড়ায় সেলিব্রিটির গান চলে বেশ শোরগোল।
হুইস্কির ঢাকনা খুলে এক গ্লাস হাতে একটু ছুয়ে দেখা,
উৎসবের আনন্দমুখর পরিবেশে কেউ দেখে না ঘনঘটা।
তাকিয়ে দেখা রাতে ষ্টেজের ‘পরে আলোর মাদকতা,
রাত ফুরোলেই দিনের আলোয় সবকিছুই যেনো ফাঁকা।
অসুন্দরতা কোনো এক গোপন পরিচয়ে সবার মন কাঁড়ে,
রাতের আভিজাত্যে আলো ঝলসায় সবার চোখের উপরে।
গ্রিনরুমের বারান্দায় পড়ে রয় আসল পরিচয় গোপনে,
একাঙ্কিকা নাটকের চরিত্র বার বার বদলে সঙ্গোপনে।
আসল নকল মন উচাটন কেনো এতো বন্ধন চরিত্রে,
কত আশা মূক বধির চরিত্র কেবল অতিরঞ্জিত চোখে।
শত শত হৃদয় ভেঙ্গেচুরে নকল নকল রূপে সাজে,
অভিনয়ের সাথেও কি হয় না হৃদয় নিয়ে খেলা গোপনে?
কেউ কি বোঝে কত কষ্টে এক থেকে দুইয়ে পাড়ি দিতে?
মানুষ কেবল সুখ চায় অনস্ক্রীণ অফ্স্ক্রীণ যাই হোক,
হৃদয়ের সাথে হৃদয়ের ঝড় মুছে কি এতো আড়ম্বরে?
এ যেনো জীবন ভৃত্য সবার অগোচরে।