আহা! কি সুন্দর,নীরবতার আড়ালে প্রস্ফুটিত প্রেম,
বাড়ছে বছর হৃদপিন্ড করে হাহাকার আড় চোখে নেশা।
রোমাঞ্চিত মনের কুসুমে,নয়নের পলকে পূর্ণাঙ্গ প্রেম,
কুসুম কাননে বয়সের ঠিকানায় আস্ত গোলাপের ভাষা।
পরে আছে কত শত ভাবনা কুঞ্চিত ললাটে আশা নিরাশার ছাপ,
কবে হবে চমৎকার মনের যাতনা প্রশমিত হবে বার বার।
শুকনো ঘাসে কোমল স্পর্শে দেখা পাবো ওকে হৃদয় দুয়ারে,
নীরবতাই যখন উত্তর বেছে নিক না অন্তর যা রয়েছে সম্ভার।
অসহ্য যন্ত্রণার একটি উপাচার দেখা হবে হয়তো আবার,
নীল সীমানায় চেয়ে থাকা অসহায় রেটিনা কত সইবে ভার।
তাই হয়তো চোখ বন্ধ করে মনের মনিকোঠায় খুঁজি ওকে….
দেখি তাকে গভীর সোহাগে হারিয়ে না যায় আত্মবিস্মৃতির ভাঁজে।
আস্ত গোলাপের ভাষা ছিল যখন তখন ছিল সদ্যস্নাত যৌবন,
যৌবনের মাতাল ঢেউ কখন প্রেম উড়িয়ে দিলো বুঝিনি তখন।
শুস্ক প্রেমের গোলাপ এখনও তাজা হৃদপিন্ডকে নাড়িয়ে দেয়,
জানি সে আসবে না ফিরে হারিয়ে গেছে আমার থেকে দূরে।
তবুও অনুভুতিগুলো এখনও তাড়া করে একলা ঘরে চুপটি করে,
কিছু গানের লাইন এখনও পড়ে আছে নির্ঝরের চুক্তিতে ।
অপ্রেমের উপর্যুপরি আঘাতেও ভেঙ্গে যায় নি প্রেমের অস্থিত্ব,
হৃদয় কি সত্যি ভেঙ্গে যায়,না কি স্মৃতির বোঝা বয়ে বেড়ায়…বোঝা দায়।