সুন্দর তব ধরিত্রী মন কর হে মনোনিবেশ,
জাগুক মোদের ভাতৃত্ববোধ সৃষ্টি হোক নতুন পরিবেশ।
খর্ব হোক হিংসা সুস্থ জনমানবের কল্যাণে,
বিদ্যা বুদ্ধিতে জাগুক জ্যোতি সামাজিক জ্ঞানে।
গর্বে ভরুক মোদের প্রাণ ধংস হোক বিদ্বেষ,
মানুষ বাঁচুক সহিষ্ণুতায় অন্তরে অমলিন বেশ।
কর্ম যজ্ঞে ধাবিত হোক নিরাকারের কৃপায়,
শান্তির বানী ধ্বনিত হোক এ বিশাল ধরায়।
অশান্ত মন বিচলিত হয় তা যেনো সর্বদা মনে রয়,
ঈশ্বরের কৃপায় পেয়েছি জীবন অসফল হবার নয়।
কেবল ওঙ্কারের উপাসনা করে যেতে হয় জীবনভর,
তারি মাঝে মনের শান্তি লুকিয়ে আছে নিশ্চিত ঈশ্বর।
চঞ্চল মন অশান্ত যখন নির্জলা বসে খোঁজ প্রতিকার,
একাদশীর গুণাবলীতে মনে রেখো তারও আছে দরকার।
কাম ক্রোধ হিংসা ভোগ্য মোহ যে সম্ভালিতে পারে,
সেই তো ঈশ্বরীয় শক্তিতে প্রকৃত সাধক হতে পারে।