আবেগের অবারিত বিক্ষোভ দানা বেঁধেছে
আমাদের অবচেতন মনের অবশিষ্টাংশে,
নিপীড়িত বুকের মানচিত্রে জমে থাকে আজ
নিঃশব্দে ধেয়ে আসা ধূলিঝড়ের তান্ডব চিহ্ন।
সময়ের আবরণে সুপ্ত থাকা অসময়ের দাগ
মিশে যাচ্ছে প্রতিনিয়ত খুবলে খাওয়া আঘাতে,
তবুও বিস্মৃত বিশ্বাসে ভর করে চলে মহাকাল
তবুও শান্তির সুবাতাসে ভর করে আসে যুদ্ধ।
নশ্বর এই পৃথিবীর অলিগলিতে হারিয়ে যায়
আমাদের সম্মোহিত বাস্তবতার নিদারুণ শূন্যতা,
নিয়ম ভাঙ্গার মহোৎসবে শামিল হয় অমানুষ
ছিন্নভিন্ন হয়ে যায় আমাদের অকুণ্ঠিত স্বপ্ন।
ধর্ষিত আকাশের অশ্রুজলে ডুবে যাচ্ছে আজ
নিহত রাতের অন্ধকারে জন্ম নেয়া সমাধিলয়,
চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে
মহাপ্রলয়ের নিঃশেষিত ক্ষণের সব অভিশাপ।
নিঃস্ব হয়ে পড়ুক তবে ঐ আঁধারের শিহরণ,
ভেসে যাক সব নির্মলতার গান অতল স্রোতে।
ভেঙে চুরমার হয়ে যাক তবে মনুষ্যত্বের উপাখ্যান
যে মনুষ্যত্বের শিরা উপশিরায় শুধু দূষিত রক্ত,
উড়ে যাক কালবৈশাখীর প্রবল ছোবলে আজ
চিরচেনা মানবতার জন্মহীন সব মৃতদেহ!