এপাশে বসেছি ভালো
এলোমেলো উড়ছে চুল
প্রিন্সেপ ঘাট তখন লোক জনে ভরা
সবাই সব নিজেদের নিয়ে ব্যাস্ত
জোড়ায় জোড়ায় দশে দশে সব ভাল
গঙ্গার জল বয়ে চলেছে আপন মনে
ভেতরের তীব্র কালো আলোড়ণ
এখন চুপ করে সয়ে
ওপর থেকেই ভালো
ভেতরের যন্ত্রনাটা
আন্দাজ করা অপ্রয়জন ওদের
জলের ভেতর জল কূল কিনারা নেই
ধীরে ধীরে শুষে নিচ্ছে মানুষ..তাও
সবাই টাকার ধান্দায় মশগুল
বিন্দুতে বিন্দুতে লিটারে লিটারে টাকা
জল শুকিয়ে ওঠা মিনার গুলোতেও টাকা
ওর ভেতরে থাকা প্রাণীগুলো
আবার জল কিনে খায়....
মাটি ফেঁটে চৌচির গাছ শুকিয়ে দাবানল
বালতির পর বালতি
ফাঁকা পড়ে থাকে কলের পাশে
পেপাড়ের লেখায়, বৃথা বক বক ভাষণে
কিংবা বৈজ্ঞানিক ব্যাখ্যায় বদলায়নি কিছু
মানুষের টাট্টু ছুটছে ছুটবে
হুশ হুশ
টাকার পিছু পিছু।
"দ"