তুমি আছো সাহিত্যে, সবারই ঘরে ঘরে

তুমি আছো সহজ পাঠের সব পাতা জুড়ে

তুমি আছো দেশবাসীর গর্বের অন্তরে

তুমি আছো বাঙালির কোমল অন্তঃপুরে l



তুমি আছো যখন কবিরা বাধে নব গান

তুমি আছো দেশবাসীর আজও সম্মান

তুমি আছো শ্রেষ্ঠ কবি নোবেল জয়ীতে

তুমি আছো প্রতিবাদে "নাইট" ত্যাগীতে l



তুমি আছো মননে দিন, রাত জুড়ে

তুমি আছো সংগীতে ও সুরে সুরে

তুমি আছো গদ্যের কঠোর অক্ষরে

তুমি আছো করুন পদ্যের সাক্ষরে l



তুমি আছো জগৎ সেরা জাতীয় সংগীতে

তুমি আছো নাটকের নব অঙ্গ-ভঙ্গিতে

তুমি আছো সাহিত্যের এই রেনেসাঁতে

তুমি আছো তোমার কুঞ্জ শান্তিনিকেতনেতে l



তুমি আছো তাই 'বৌঠাকুরুনের' সত্তাতে

তুমি আছো তাই "শেষের কবিতা" তে

তুমি আছো তাই নোবেল হারানোর দেশে

তুমি আছো তাই 25শে বৈশাখে পরিশেষে l



                                                  "দ"