ও স্বপ্নের ফেরিওয়ালা
দেখি তোমার ঝুলির ভেতর কোন স্বপ্ন আছে মোড়া
ভোরের শিশিরে ভেজা নীল লাল রামধনুরা
ছোট্টবেলায় ওদের পিঠে কত্ত চড়েছি আবার পড়েছি
কখনোবা মেঘের পালকে ভেসে ভেসে গেছি
দূরের কোনো সোনার পরী বা সোনার রাজার দেশে
কিংবা সমুদ্রের অতল গভীরে আপন মনে সাঁতরেছি
ও স্বপ্নের ফেরিওয়ালা
ঝুলির ভেতর স্বপ্ন গুলো দাওনা একবার দেখতে
চিকচিকে অভ্রের মতন স্বপ্নরা
ছড়িয়ে থাকতো স্বপ্নজুড়ে ওরা
আকাশের তারাদের মতন ঝিকমিকে
খুব মনে পড়ে ওদের
পরিষ্কার টলটলে জলের মতন বাঁধনহারা
শৈশবের স্বপ্নরা
বড়ো হয়েছি তাই স্বপ্ন গুলো এখন অনেক বড়ো
এখনকার স্বপ্নগুলো কেন গাঢ় রঙে কালো
কখনোবা আসেনা ঘুম নেই কেন ভালো
বন্ধ চোখে ছেঁকে ফেলি পড়ে থাকে শুধু দুশ্চিন্তা
সেসব চিকচিকে অভ্ররা আজ বিলীন
কপালে পড়ে আছে একরাশ গভীর বলীরেখা
বড়ো হয়ে হয়তো হতাম যদি বড়ো
শৈশবের স্বপ্নগুলোর হতামনা আজ হন্তা
ও স্বপ্নের ফেরিওয়ালা
দাওনা আবার দাও ফিরিয়ে ছোট্টবেলার দিনটা l