সত্যের তরে জয়
আর কিছু নাই পেলে ভাই
যেওনা বার বার
পাল্টি খাওয়া নেতার ফাঁদে
পড়োনা কোনোবার।
টাকায় ওঠেন টাকায় বসেন
টাকার পড়েন মালা
লোকে হাজার দিলেও গালি
মুখে হাসির ডালা।
ভোটের সময় ভিক্ষে করেন
ভোট পেরোলেই পাল্টি
গাড়ির মাথায় টুনি লাগিয়ে
রাজায় দেখান ভেলকি।
গরীব যারা ভিক্ষে দিলো
আশ্বাস পেলো ভুরি
রাজা যখন পেলেন গদি
কাজের বেলায় থুড়ি।
পাঁচ তারায় বসেন তারা
প্লেটে কাবাব টেংরি
দেশের মুখে ভাত জোটেনা
গরীব খেলো লেংড়ি।
ঝুটা আশ্বাস কেনে বিশ্বাস
আর মিথ্যা প্রকল্পে ছাড়
পাঁচ বছরে মেটেনা খিদে
লুন্ঠন বার বার।
এক নেতা ছিলেন যিনি
দেশ অন্ত প্রাণ
দেশের তরে লড়াই করে
নিরুদ্দেশ হয়ে যান।
ভুলিনি মোরা সর্বহারা
নীতির জন্যে প্রাণ
দেশের কেউ করলে ক্ষতি
গঙ্গায় দেবো দান।
জাগো তুমি জাগো বাংলা
পেওনা কোনো ভয়
মিথ্যে ভাষণ হোক বন্ধ
সত্যের তরে জয়।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏