রাত তখন বারোটা
সে বলেছিলো আর নয়
অনেক তো হলো তোদের
প্রথমে একদিন তারপর দুই
তারপর রোজ
সে ওদের বলেছিলো আর নয়
ওরা বলেছিলো এটা তোর অজুহাত পালিয়ে
পার পাবিনা l
ওতেই তো রয়েছে মুক্তি, জান্নাত l
মুক্তি
ঘষে চলা জীবনের হতাশা থেকে
সে বললো এ এমন কোন হতাশা
যার জন্য আরেক পাশ গলায় নিতে হয়
ফস করে অন্যজন মাচিসটা ধরিয়ে
বললো অনেক জ্ঞান দিয়েছিস এবার
ওটা ধরা
পেগটা ভালো করে বানা
আরেকজন মশলা ভরে রেখেছিলো
এরপর ধোঁয়ার গোল্লা ছুটলো
ধোঁয়াময় ক্লাবঘর l
সে অপেক্ষায় ছিল
এরাই তো কত মেয়ের
জীবন নষ্ট করেছে l
তিতলিটা তো গলায় দড়ি দিয়েছিলো
এদেরই জন্য l
নিষ্পাপ মেয়েটা l
কত লোকের অভিযোগ
কিচ্ছু হয়নি
মাথার ওপরে লিডারের হাত
কিচ্ছু হয়নি l
কেউ ছুঁতে পারেনি l
ওরা একটু টলে পড়তেই
সে সজাগ হলো l
তারপর
পকেট থেকে বের করে
ধাই... ধাই... ধাই...
সব খতম l
বাইরে বেরিয়ে দেখলো
আকাশে আলোর আভা
পাখি ডাকছে
আগে কখনো এমন ভালো লাগেনি
পৃথিবীটাকে l
মনে মনে বললো
শাপমুক্তি l
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️