মাথার ওপর করছে শাসন
মিথ্যে স্বপ্ন আর মিথ্যে ভাষণ
ক্ষমতা দেখান ওরা ক্ষমতাবাদী
খাকি পড়লেই সব হয় কি গাঁধী?
ধনী গরীবের এখন মাঝে বেড়ে ব্যবধান
মধ্যবিত্তের নাভিশ্বাসের আজো নেই সমাধান
রাজার নীতি রাজনীতি ওদেরই কি দরকার
গরীবের টাকা পুড়ছে ট্যঁকে হায় এই কি সরকার?
ওরা শাসন ও শোষনের মুকুট পড়ে
ন্যায্য ভাবে করছে চুরি একটু একটু করে
অনেকে অনেক কিছু লুটলো তবু ভারত জননী
সন্তান বলে বুকে আছো ধরে ক্ষোভ ধরে রাখোনি।
হিন্দু মুসলিম শিখ খ্রীস্টান আমরা ভাই ভাই
ধর্মের নামে এই শাসন বন্ধ হওয়া চাই।
এক আমি একই তুমি একই গাছের শাখা
এ পবিত্র মাতৃভূমি বুকের মাঝে নকশিকাঁথা।
সন্তান হয়ে ভাই আর করোনা লুট এই বলা দরকার
জনগণের সাথে করলে খেলা হবেই ছারখার
তোমাদেরই হাতে সোনার দেশ গড়তে হবে এবার
এ মাতৃভুমির তুমিও তো সন্তান তুমি আমাদের সম্মান তুমি - সরকার।
"দ"