রীনা এখনো এলেনা
তুমি ছিলে বয়োঃসন্ধিতে
সেই বন্ধু যাকে ছুঁয়েছিল মন
কচি পাতাদের তা ছিল অজানা
ও...রীনা তুমি এখনো এলেনা।
তোমার দেয়া শেষ চিঠিটার....
লেখাগুলো আজও মনে আছে ছাপা
তাতে আমার মানুষ হওয়ার
কিছু শর্ত ছিল রাখা
আজও ওই শর্তগুলো
লেখাতেই গাছে রয়ে।
শর্তের দাঁড়িপাল্লায়
ওজন করা লেখাগুলো
আজও পারিনি মানতে
সময় চলেছে বয়ে
কতো মুখে বদলেছ তুমি
জীবন যাচ্ছে ক্ষয়ে....

আমার রীনা বদলাওনি আজও
তুমি মনেই গেছ রয়ে।

                        "দ"