"রেস্টুরেন্ট"
খাই খাই করো কেন?
সাজিয়ে দেবে খাবারে!
আহা খেলে কত সুখ...
ফ্রায়েড চিকেন ভাগাড়ের!!!
আরও আছে নানা পদ
যত খাবেন তত ছাড়...
খাওয়া হলেই দিন মতামত
"কম্পলিমেন্ট টু দ্যা ভাগাড়"
সামনেটা বেশ ঝকঝকে
ওরা ফিটফাট ও টিপটপ...
পেছন দ্বারে ঢোকে চুপিসারে
ভাগাড়ের চিকেন ঝটপট্!
কারো হাত বেশ লম্বা
কারো বা একটু খাটো
আইন এদের হাতের মুঠোয়
কারন ভাগাড়-অজ্ঞাতে সর্বসম্মত..
আপনারা আরও খান...
পার্সেল করে বাড়িও নিয়ে যান..
তবে শেষে
সমাজটা না হয় যেন
ভাগাড়ের অনুদান ।
দ