এতদিন যেখানে থিক থিক করতো মানুষ
সেখানে এখন স্মশানের যেমন নীরবতা
হৈ হট্টগোলের জায়গাটা এখন যেন স্তব্ধ বনানী

দুবেলা খেটে খাওয়া মানুষগুলো ভয়ে জড়োসড়ো
একুশ কি তার বেশি আর কতদিন
জানেনা কেউ খুবএকটা বড় l

রাজারা দিয়েছেন কথা খেটে খাওয়া মানুষগুলো অন্ন পাবেন সঠিক দামে l

বোকাবাক্সে  রাজায় শোনান ভাষণ
বেজায় ভারী ভি.ভি.আই.পি, ও
ভি.আই.পি-দের  আসন
কোটি কোটি টাকার অনুদান
রেখেছেন কি যেন ওরা আরো কত কি !
লাভের গুড় খেলো পিঁপড়ে এ অবধি l

এ পাড়ার হাবু মুদি নড়ে চড়ে বসেন যদি
চালে  ডালে ধরেছে আগুন !
বাদবাকি
আদা রসুন তারাও বাড়ছে লাফিয়ে !
সাধারণ মানুষ তাই চুপ করে বসে বসে দেখি l

রাজারা তো বলেই খালাস
শোষকেরা নিচ্ছে শুষে
বাঁচার শেষ বাতাস
জমানো ভাড়ার হচ্ছে যাদের খালি
শুকনো মুখে ফোটেনা বুলি
শিরদাঁড়ায় নেই যে জোর
ভয় আছে মনে নয় যে অমর l

আন্নের দাম যে হাড়ের থেকে বেশি
জানা ছিলোনা ওদের এ অবধি

এ পাড়ার হাবু মুদি
দাম বাড়িয়ে রাখেন যদি
রাজার রাখেন ভাষণ
রাখতে তাঁদের আসন
আমের বদলে ধরান আমসি l

জানেন ওরা
সাধারণ মানুষ একদিন যাবে সব ভুলে
দুবেলার পেট ভরা ভাত জুটে গেলে
বাচ্চা ভোলানো খেলা তারা যায় খেলে
রাখতে আসন রাজায় রাখেন ভাষণ l