ওই অন্ধকারটায় ওরা ওঁৎ পেতে থাকে
কখন পাবে দেহের গন্ধ খুবলে খাবে বলে
ওঁরা কখনো আবার টাকার লোভ দেখিয়ে
টেনে হিচড়ে টেনে এনে অন্ধকারে দেয় ফেলে
ওঁরা ঘাপটি মেরে অপেক্ষায় থাকে
দিনের পর দিন শোষণের পর দেহগুলো
ছিবড়ে করে ফেলে দেয় আবার নতুন খোঁজে
ওই দেহগুলো বেঁচে থাকে জ্যান্ত মরে
এর সামান্য কিছু ঘটনা রোজ টিভি কিংবা
পেপারে পাওয়া যায়
বেশি থাকে ওই অন্ধকারে সমাহিত
কোনো দেহ লোপাট হয়ে যায় শহরান্তরে
কিংবা প্রাণহীন ভাবে পড়ে থাকে দগ্ধ অবস্থায়
ওঁরা সাধারণের মধ্যে মিশে থাকা নোংরা কীট
কিছু আবার থাকে সুপুরেষের বেশে কাপুরুষ
ধিক্কার জানাতেও বাধে তাই যদি পাই টুটি চিপে যেন ফেলে দিতে পারি ডাস্টবিনে
নড়কের কীট নড়কেই যাক চলে l