আজকালকার বাড়িগুলো দেখতে বড়ই সুন্দর
লক্ষ লক্ষ সবুজ বিক্রী করে পাওয়া
লক্ষ লক্ষ রাজপ্রাসাদ বা কংক্রিটের কুঠুরিতে
গায়ে গয়ে লেগে থাকা কাঠিগুলোর হাহাকার
চাপা আছে পালিশ হওয়া দেওয়ালের অন্দরে....(পরিবর্তন)
কি দারুন বাজছে ডিজে, পাগলা পরিবর্তনের হাওয়া
উন্নতির হামানদিস্তায় পিষছে বনের পাতারা
বেড়েচলা দাবানলে...তপ্ত চারিদিক...অরণ্যে
তীব্র হাহাকার
আছে তো 'সেন্ট্রাল এসি' ...মানুষ তাই নির্বিকার...(বিজ্ঞান)
আমার বাড়ির ঘুলঘুলিতে দেখতাম চড়াই পাখীদের বাসা।
আজ সেটা শুন্য..কতো খুঁজেছি ওদের..পাইনি
আরও অনেক কিছুর অস্তিত্ব শেষের কিনারায় ....
মোবাইল আছে... শেষের দিন সবে হল শুরু
মানুষকেই মানায় ...(প্রযুক্তি)
মানুষের অতিকায় উদরে পৃথিবীর আধা শেষ ...
কমেনি তাও ক্ষিদে...
এখন অন্য গ্রহ খাওয়ার ইচ্ছা জাগে তাই
বিজ্ঞানে 'ব্ল্যাকহোলের' নাম শুনেছিলাম
পক্ষান্তরে তা মানুষ....বুঝতে সময় লাগল ভাই...(উপসংহার)