ঝিনুকের বুকে আছে গাঁথা
কনা কনা বালিকনা সুপ্ত থাকে যেথা
অনন্ত কাল ধরে গহন বুকের অন্দরে
কিছু আছে চাপা কিছু মুক্তার আকারে
কিছু গেছে চলে বিস্মৃতির আড়ালে
কিছু থাকে জেগে কালের অন্তরালে
মৃত্যু দিয়ে পাওয়া এই দাম
মুক্তাই অমূল্য আজ ভুলেছে সব স্রষ্টার নাম
শুধু মনে রাখে প্রকৃতি তাই দেখি বালুচরে
ঝিনুকের খোলস গুলো আজও আছে পড়ে
মূল্য কি মাপা যায় হায় বুদ্ধির মাপকাঠিতে
বুঝবে সেদিন ওরা
প্রকৃতির বুকে মিশবে যেদিন
আসমান হোক কি মাটিতে l