দে ভেঙে দে, সকল শৃঙ্খল নকল সকল বাঁধন
উড়ে যা তুই যা উড়ে, ওরে ভীরু অবুঝ মন
বদ্ধ দ্বার রুদ্ধ কারাগার দে এবার সব ভেঙে
মুক্ত আকাশ শুদ্ধ বাতাস নেরে এবার জেনে l
সম্মুখে অনেক আসবে বাঁধা আসবে শতেক নিষেধ
ছদ্দবেশী সুক্ষ কায়া দুষ্ট ভ্রষ্ট নরক কীট বিশেষ
উড়ে যা তুই যা উড়ে আজ ওড়ে ভীরু মন
দে ভেঙে দে তুই আজিকে সকল কঠিন বাঁধন l
আকাশের মেঘ কান্দে আজিকে এমন মৃত্যু বাসর
বিন্দু বিন্দু জল, বহ্নি অবিকল, ভরিছে রক্ত সায়র
মৌন আঁধারে শুনিতে নারে কান্দে কত মৃত মাঠে
জ্বলিছে শব স্তব্ধ হলো রব শুনশান চন্দ্র হাটে l
মেদিনী বক্ষে সবার অলক্ষ্যে শায়িত কলেবর
রাজা ও ফকির পরিচয় সম ধারণ করিছে আকর
বন্যেরা তবু করিছে কেলি মানব বুঝিবে নারে
বিহঙ্গ দেখিছে রঙ্গ করিয়া কাড়ায় বেন্ধেছে কাড়ে l
সহজ পাঠ করেছে জটিল নিজেরে ভেবে জ্ঞানী
ক্ষুব্ধ শরিত্রী অন্ধ রাত্রি, আজিকে কেহ নাই পরিত্রানী
এমন সময় আসবে বলে বলেছিলেন যত আদি কবি
হাজার বছরে রেখে গেছেন তাঁরা অমূল্য যত নথি l
মুঠোয় বন্ধী করোনা তাই প্রকৃতির সময় গতি
একটু বরষ স্নেহের পরশ মাগিছে আজ প্রকৃতি
বদ্ধ দ্বার অন্ধ কারাগার সময় এসেছে ভাঙার
মুক্ত বাতাস মুক্ত আকাশ সময় এসেছে জানার l
ধন্যবাদ