এ আকাশের নিচে কোন মন্ত্রবলে
আমার এ জনম মাগো হয়েছে তোমারই কোলে l

অনেক গুণী, বহু রত্ন তোমার যারা আমর সন্তান
জন্মেছিল যারা জন্মাবে আরো করি তাঁদের সম্মান l

মমতাময়ী মাগো তোমার চরণে সবারই ঠাঁই
শত আঘাত করেছে  যারা তাদের ফেরাও নাই l

শক, হুন, পর্তুগীজ, ইংরেজ সবাই পেয়েছে আশ্রয়
কোটি কোটি লহ প্রণাম মাগো তোমারই হোক জয় l

তোমায় ক্ষত বিক্ষত করেও যারা  তোমাতেই আশ্রয় মাগে
মমতাময়ী মাগো আমার আগলেছ তাদেরই আগে l

তুমি জননী আমার জন্মভূমি তুমিই গো শ্রেষ্ঠ মা
দুচোখ ভরে দেখি তোমায় জননী, করি তোমার পরিক্রমা l

সারা বিশ্ব ঘুরেও যেজন তোমায় দেখে নি
অসম্পূর্ণ তাদের জীবন এটাও বলে রাখি l

তোমার স্মরণে আমার মননে যে শক্তির হয় সঞ্চার
'জন গণ মনো'একদিন হবেই ভাগ্যবিধাতা বিশ্ব সভার l

তাই বলি মাগো

এ আকাশের নিচে সেই মন্ত্র দাওগো বলে
শত জনম মাগো জন্ম যেন হয় তোমারই কোলে l

                                          'দ'