আমি যখন আষাঢ়ের কালো মেঘ
তখন তুমি পাগলি হাওয়ার রূপ
চোখের ভাষা লুকিয়ে তুমি পাও যখন সুখ
চুপি চুপি ওই লুকোচুরি খেলা আমিও নোই অবুঝ।


বহুদিনের মনের গভীরে লুকোনো শরাব
দুটি কাঁচের পেয়ালার ঠুং ঠুং শব্দে
ফোয়ারা হতে চেয়ে করে আস্ফালন
রজনীগন্ধার মন মাতোয়ারা আনন্দে...

হে শক্তি মহাশক্তি এখনও কেন তুমি নীরব
তোমায় দেখে বারে বারে এ হৃদয় যখন সরব
                   ও সোনা
আগুন ধরিয়ে আমার মনে তুমি পাবেনা পার
এমন লেখা লিখে যাব তুমি হবে ছারখার।

                                                     "দ"