তুমি আমাকে ঝুপ করে কোলে তুলে নিতেই
সব অভিমান, চোখের জল উধাও !
পায়রা যেমন গায়েব হয়ে যায়
টুপির অন্তরে l ভেলকি-মায়া নাকি অন্যকিছু?
ঐ বুকের মধ্যে এমন কিছু একটা আছে
সেটা ভাষায় প্রকাশের ক্ষমতা নেই আমার l
যখন কোনোকিছু না পাওয়ার বায়নায় চোখের জল বয়ে যেত l তখন কখনো তুমি টুপ্ করে দুহাতে তুলে নিয়ে আকাশের দিকে ছুড়ে দিতে l
আমি হতাম পাখি l
যখন ছুড়ে দিতে,
লাল সূর্যটাকে কতবার ভুল করে ধরতে চেয়েছি,
লাল রঙা ঐ বলটা দুর্দান্ত
শেষে ধরা হতো না, তোমার কোলেই আবার ফিরে আসতাম একরাশ নিরাশা নিয়ে l
সূর্যটা আমাকে নিরাশ করেছিল বার বার l
ধড়তে না পাড়ার যে ভীষন আক্ষেপটা ছিল l
তুমি বুঝেছিলে সেটা,
একদিন তোমার লাল টকটকে টিপটা খুলে ধরিয়েছিলে আমার হাতে l
আমার একরাশ নিরাশা সেদিন নিমেষে কেটে গেছিলো l
ওটাও যে সূর্যের মতন তেজি ছিল l
হাতে যেন ঠান্ডা আগুন পেতাম l আক্ষেপের গ্লানীটা ধুয়ে গেছিলো সেদিন l
ফোকলা দাঁতে খুব হাসতাম লুটোপুটি করতাম তোমার দুহাতের বাঁধনে l
আর প্রিয় নাগড়দোলায় হাত দুটো ছেড়ে ঝুলে থাকতাম l কত দোল খেয়েছি l
অনেক খুঁজেছি l স্বপ্ন থেকে বাস্তব l পাইনি অমন একটা নাগড়দোলা খুঁজে আজও l
তোমার লাল টিপটা আজও মনে পড়ে l কিন্তু না পাওয়ার আক্ষেপের গ্লানী জীবনের সাথে সাথে বেড়েই চলেছে l
মাগো, ঐ টিপটা আবার ধরতে চাই l
যেন সব না পাওয়া আক্ষেপের গ্লানী আবার ঠান্ডা আগুনে বিসর্জিত হয় l
ধরিয়ে দাও মাগো তোমার ঐ লাল রঙা টিপটা আবার l ধরিয়ে দাও মাগো l