ব্যাঘাত ঘটেছে নিত্য জীবন ছন্দে
কিছু মাথারা সুযোগ বুঝে কামাচ্ছে আনন্দে
10 টাকার মাস্ক বিকোচ্ছে গুন দশেক দামে
গোমূত্র কি গোবর তারাও যায় না কমে
মানু বলে এটা করো কানু বলে সেটা করো
আতঙ্কে সব বোকা "বলীর বাখরা হাজারো"
জান যাক যাই যাক ছাড়বে নাকো টাকা
বড়ো মাথারা চিটিংবাজেরা স্বাস্থ্যে দিচ্ছে থাবা
মাস্ক পড়ে বেকুপ বনে চশমা চোখে পড়া
কোভিড 19 ঢুকবে কখন তাই দরজা বন্ধ করা
ভাবি বসে ভাইরাস কিভাবে আটকায় মাস্কে?
মাইক্রোস্কোপে দেখি যাদের ঢুকবে নাতো ফস্কে?
কাল বেজেছে ঘরে ঘরে শঙ্খ কাঁসর ঘন্টা
কোভিড 19 পরীক্ষা নিচ্ছে দেশ বাসির মনটা
আরো বাজবে কত কি জানি নাকো পড়ে
বুকের ভেতর ধুকপুকানিটা বাড়ছে ধীরে ধীরে
মনটাকে শক্ত করতে বলছে নাতো কেউ
নিজের ঘরে নিজেকে বন্ধী আগে করেনি কেউ
নিজের ছায়ায় নেই বিশ্বাস যেন কোন সন্ত্রাস
চুপি চুপি দিয়েছে হানা ভেঙে দিচ্ছে বিশ্বাস
অন্তর বলে আছে টিকা যার ঝুলির ভেতর চাপা
বাড়লে বেদনা হবে সাধনা তা বেরকরবে সাধুবাবা
তখন হবে সোনা দানা মিলিয়ন ডলারের খেলা
সাধু বাবাদের ভাঙবে মুখোশ আতঙ্কের শেষ বেলা l