কবিতা তোমার জন্যে
এক অদ্ভুত যুগান্তর হচ্ছে
তোমার কথা মনে পড়ছে
দিন রাত পারাপার হচ্ছে
অঝোর বৃষ্টির কাজল ঝড়ছে
তোমার কথা মনে পড়ছে।
দর্শন-বিজ্ঞান একাত্ব হচ্ছে
অমোঘ শব্দে বজ্র ঝড়ছে
শহর পেরিয়ে গ্রাম জুড়ছে
দামাল ভাষায় মন পুড়ছে
তোমার কথা মনে পড়ছে।
বিন্দু সিন্ধুর সঙ্গম হচ্ছে
বক্ষে অলক্ষে চুম্বন হাসছে
আকুল নদী ব্যাকুল ঝড়ছে
লেখনী স্পর্শে দামাল করছে
তোমার কথা মনে পড়ছে l
আদি অনন্তের সৃষ্টি হচ্ছে
সৃষ্টি অনাসৃষ্টি শুন্য হচ্ছে
কাশফুলে সুরের মধু ঝড়ছে
শুন্য ও শুরুর মিলন চলছে
তোমার কথা মনে পড়ছে।
ছুঁচ সুতোর বুনোট জুড়াচ্ছে
বিশ্ব তালে তাল কুড়াচ্ছে
লেখনী এক শান্ত অনন্ত পথ দেখাচ্ছে
বিশ্ব আজ কবি, কবিতায় শেখাচ্ছে।