হোক কলরব
শ্রমিক, হে কৃষক ভাই
হে মজদুর দিদি বোনেরা
নিজেকে ভেবোনা, হয়োনা একা
রিজু তর্জনী এবার করো বাঁকা l
গরীব নিয়ে দাবা খেলা
স্বার্থ ফুরোলে ভাগেন যারা
কোটি টাকার ভোটের খেলা
শুরু হোক বিদায় পালা l
পেওনা ভয় হয়োনা একা
গরীব লিখুক ভাগ্যলেখা
পরজীবী রাজা করছে ভোগ
বিদায় করো এই কঠিন রোগ l
দেশকে বেচে বাঁচছে যারা
স্বার্থপর বেকুপ জ্যান্ত মরা
দিদি, ভাই হাতে জোট করো
বেহাল দেশটা নতুন গড়ো l
রঙিন মিথ্যা স্বপ্ন দেখিয়ে
যারা মুখ বেঁধেছে জ্যান্ত পুড়িয়ে
রাজার নীতির এই বেহাল দশা
সত্য জোটে এবার মিলুক সাজা l
জাতিভেদের রং চড়িয়ে
মাইল মাইল গরীব হাঁটিয়ে
ভাষণে নকল মুক্তা ঝরে
চাষী মেরে রাজার দম্ভ বাড়ে l
লক্ষ গরীবের শোষক রাজারা,
ওদের দম্ভ ভাঙো ভাই বোনেরা
লোক ভোলানো যত নির্বাচন
গরীব জিতুক সোনার আসন।
হে জনগন দুঃখী মানুষ
মজদুর দিদি, গরীব ভাই
উঠে দাড়াও লড়োনা একাই
হাতে হাত এবার মেলাও সব
হোক প্রতিবাদ হোক কলরব।